গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

news paper

গোলাম রব্বানী , গোপালগঞ্জ

প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ১:৪৭

91Views

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গোপালগঞ্জে পালিত হয়েছে নানা আয়োজনে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার উলপুর এম এইচ খান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনের শুরুতে একটি আনন্দ র‍্যালি টেকেরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু। তার উপস্থিতিতে মাঠটি নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে রূপ নেয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) অহিদুল হক মোল্লা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, টুঙ্গীপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মেহেদি বিল্লাহ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, জেলা বিএনপি’র সাবেক সদস্য শেখ ইয়াহিয়া প্রমুখ।

এছাড়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফরহাদ হোসেন মোল্লা, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জমির মোল্লা, জেলা শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ, কাশিয়ানী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি দয়াময় মৌলিক, নিজড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এখলাছ মোল্লা, মিলু দারিয়া, মাসুদ কাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হারমোনিয়াম পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন। আয়োজনে প্রায় দশ হাজার মানুষের উপস্থিতি গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনকে প্রাণবন্ত করে তোলে।


আরও পড়ুন