বিএউএফটিতে মানসম্মত শিক্ষা প্রসারে কলেজ প্রিন্সিপালদের ভূমিকা শীর্ষক গোলটেবিল

news paper

এইচ এম মাহমুদ হাসান

প্রকাশিত: ১-৯-২০২৫ বিকাল ৫:৩০

17Views

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে মানসম্মত শিক্ষা প্রসারে কলেজ প্রিন্সিপালদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে ঢাকা ও আশপাশের ২১টি কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের শিক্ষা মানোন্নয়ন ও একাডেমিক উৎকর্ষ সাধনে গঠনমূলক আলোচনা করেন। বিইউএফটি’র জনসংযোগ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ রফিকুজ্জামান। গোলটেবিলে মূলবক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিতে উদ্ভাবনী নেতৃত্ব, পাঠ্যক্রম উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করেন, যা শিক্ষার্থীদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।

গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী অধ্যক্ষ তাঁদের অভিজ্ঞতা ও শিক্ষার মানোন্নয়নে নেওয়া উদ্যোগ তুলে ধরেন। আলোচনায় উঠে আসে আধুনিক শিক্ষণ-পদ্ধতির ব্যবহার, শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহপাঠ্য কার্যক্রমের ভূমিকা। শিক্ষক ও শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে তাঁদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। গোলটেবিল বৈঠকে বিইউএফটির কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, সিএফও, বিভিন্ন বিভাগের প্রধান, এডমিশন বিভাগের হেড, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন, যারা সবাই দেশের মানসম্মত শিক্ষা অগ্রগতিতে ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলো বিইএউএফটি ব্র্যান্ড এম্বাসেডর টিম ও শিক্ষার্থীরা। 


আরও পড়ুন