শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:৪৬
শ্রীনগরে রেললাইন আন্ডারপাস থেকে অজ্ঞাত এক নারীর কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় রেল লাইনের আন্ডারপাসের ওপর থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনুমানিক ৪০/৪৫ বয়সী এক নারীর কাটা লাশ উদ্ধারের পর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধারনা করা হচ্ছে ট্রেনে কাটা পরে ওই নারীর মৃত্যু হয়েছে। মাওয়া রেলওয়ে স্টেশন পুলিশ ইনচার্জ (সাব-ইন্সপেক্টর) মো. এমদাদুল হক জানান, লাশ শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।