জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:৪৩
নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় স্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে বেলা ১২ টায় জেলা সার্কিট হাউস মাঠ থেকে একটি বিশাল বর্ণাঢ্য রর্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, তাতীঁদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, পাঁচবিবি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, আক্কেলপুর থানা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, মহিলা দলের সভাপতি রুলি বেগম, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সহ সভাপতি মৌসুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক বনি রাব্বানী, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারন সম্পাদক রাইসুল ইসলাম রিপন ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা।