চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু

news paper

নাসিম, নাচোল

প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:৪২

9Views

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই বছরের এক শিশুর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকার মশিউর রহমানের মেয়ে তাসলিমা খাতুন(২) পহেলা সেপ্টেম্বর সোমবার আনুমানিক ০৮:৩০ ঘটিকায় বাড়ি সংলগ্ন রেললাইনে খেলাধুলা করতে গিয়ে খুলনা-গামী মহানন্দা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। অতঃপর পরিবারের লোকজন ভিকটিমকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারাত্মক আঘাতপ্রাপ্ত তাসলিমা খাতুনকে মৃত ঘোষণা করে।

এই বিষয়ে আমনুরা রেলওয়ে জি আর পি, ইনচার্জ এস আই মাইনুল হকের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা- থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন -রেলওয়ে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেন, আমরা তার মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনী পদক্ষেপ সম্পন্ন করি।


আরও পড়ুন