নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত ৩৬১ জন, নতুন শনাক্ত ৮ জন
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:৪০
নরসিংদীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সিভিল সার্জনের কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী শনাক্ত হয়েছেন, তবে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন ৮ জন রোগী, প্রাইভেট হাসপাতালে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন রোগী। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন, জেলা সদর হাসপাতালে ৮ জন এবং মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ও প্রাইভেট হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত নরসিংদীতে মোট ৩৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।