বাংলাদেশে প্রথমবারের মতো উন্মোচিত হলো GPX DEMON GR 250R
প্রকাশিত: ৩১-৮-২০২৫ বিকাল ৬:৪
বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করে GPX আজ উন্মোচন করলো বহুল প্রতীক্ষিত GPX DEMON GR 250R। ঢাকার মহাখালীর Speedoz Ltd. এর শোরুমে অফিসিয়াল লঞ্চ অনুষ্ঠিত হয় । ২০২১ সাল থে কে Speedoz Ltd. এক্সক্লুসি ভ ডি স্ট্রি বি উটর হি সে বে বাংলাদেশের বাজারে GPX ম মোটরসাইকেল সরবরাহ করে আসছে । ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশালে এক্সক্লুসি ভ 3S সেন্টার চালরু মাধ্যমে ব্র্যান্ডটি দেশে র রাইডারদে র কাছে দ্রুত আস্থা অর্জন করেছে ।
GPX থাইল্যান্ডের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের জেনারেল ম্যানেজার Mr. Apichart Naknouvatim এই ইভেন্টে বিশেষ বার্তায় বলেন, “বাংলাদেশি রাইডারদের ভালোবাসা ও আস্থার কারণেই বিশ্বের প্রথম GPX DEMON GR 250R উন্মোচিত হচ্ছে বাংলাদেশে। আমরা বিশ্বাস করি এই বাইক শুধুমাত্র একটি মোটরসাইকেল নয়, বরং এটি একটি বিপ্লব।” “Not just a bike—a revolution!”—এই স্লোগানকে সামনে রেখে GPX ঘোষণা করে যে 250cc সেগমেন্টে এই বাইক হবে ভ্যালু ফরমানি, অনন্য পারফরম্যান্স ও সীমাহীন রাইডিং এক্সপেরিয়েন্স-এর প্রতীক। চমকপ্রদ ফিচারের মধ্যে রয়েছে 249.6cc লিকুইড কুলড ইঞ্জিন (২৯ বিএইচপি পাওয়ার, ২৩ এনএম টর্ক), ৬-স্পিড গিয়ারবক্স, Bosch EFI সিস্টেম, Dual Channel ABS ও Traction Control। বাংলাদেশে GPX DEMON GR 250R-এর অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে BDT 4,15,000। প্রথম ১০০ প্রি-বুকিং কাস্টমারের জন্য থাকছে ১৫,০০০ টাকা ক্যাশব্যাক অফার এবং পরবর্তী ১০০ জন পাবেন এক্সক্লুসিভ সারপ্রাইজ গিফট। প্রি-বুকিং এখন দেশের সকল GPX শোরুম এবং অফিসিয়াল ওয়েবসাইট www.speedoz.com.bd-তে চলছে।