ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রি ও অবৈধ মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টে জরিমানা ও সিলগালা

news paper

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১:৫৫

222Views

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে (৩০ আগস্ট) শনিবার ভেজাল টিএসপি সার বিক্রি ও অবৈধ মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে বিসিআইস সার ডিলার মেসার্স আব্বাস আলী’র বিক্রয় প্রতিনিধি মেসার্স আল-আদিয়াত ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির গোডাউন সিলগালা করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সরোয়ার তৌহিদ, উপসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও অন্যান্য টিম সদস্যগণ গছিডাঙ্গা এলাকার মেসার্স আল-আদিয়াত ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করেন। সেখানে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করা হয় এবং গোডাউন সিলগালা করা হয়। এছাড়া জানা যায়, ৪০ বস্তা সার চৌধুরী বাজারে বিক্রি করা হয়েছে; যা উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রকে অবগত করে সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি কৃষক ও স্থানীয়দের সতর্ক করে বলেন, কোথাও ভেজাল সার সংক্রান্ত তথ্য থাকলে প্রশাসনকে জানাতে হবে এবং কৃষকদের জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, “পয়সা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোন উপকার হয় না, বরং ক্ষতি হয়।” এছাড়া অভিযোগ উঠেছে, খুচরা বাজারে সার বিক্রির দাম সরকারি নির্ধারিত ১,০৫০ টাকা পরিবর্তে ১,৭০০-২,০০০ টাকা ছাড়া দোকানদার সার বিক্রয় করেন না।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “ভেজাল টিএসপি সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনের বিধান অনুযায়ী আল-আদিয়াত ট্রেডার্সের মালিক আবু মোতালেব শাহিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ী মহল, কাজী নিজাম উদ্দিন, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আরও পড়ুন