বিএনপি নেতা সেলিমুজ্জামানের দাবি: আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন দিতে হবে

news paper

কাজী ওহিদ, মুকসুদপুর

প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১:৫৪

13Views

গোপালগঞ্জের মুকসুদপুরে এক কর্মী সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। শনিবার বিকেলে মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া বাগু মৃধা উচ্চ বিদ্যালয়ে পশারগাতী ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভা ও ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, "বিগত তিনটি নির্বাচনে আমরা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। একটি দল গোপালগঞ্জকে তাদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছিল।" তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে এবং আর কখনও এই দেশে ফিরে আসবে না। তারা হাজার হাজার সাধারণ নেতাকর্মীকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে নিজেদের পরিবার নিয়ে পালিয়ে গেছে।"

পশারগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছের কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পশারগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আবু সালে, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু এবং পশারগাতী ইউনিয়ন বিএনপি নেতা সালমিন মিয়া। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, আউয়াল ফকির, মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু এবং অন্যান্য নেতাকর্মীরা। কর্মীসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু পশারগাতী ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির ঘোষণা করেন।


আরও পড়ুন