গন অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে মশাল মিছিল

news paper

মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ

প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১২:৪০

109Views

গন অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে  শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে বাকেরগঞ্জ গণঅধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদ ও ছাত্র অধিকার পরিষদের আরিফুর রহমান এর যৌথ উদ্যোগে একটি মশাল মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড বরিশাল কুয়াকাটা মহাসড়কে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তব্য রাখেন গন অধিকার পরিষদের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সজল মাহমুদ এবং ছাত্র অধিকার পরিষদের আরিফুর রহমান  

বক্তব্যে  বলেন “গতকাল গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার জন্য জাতীয় পার্টিকে দায়ী করে তাদের নিষিদ্ধ করার দাবি জানান হয়। পাশাপাশি আহত ভিপি নুরকে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থাও করার দাবি জানানো হয়।
বক্তব্য আরও বলেন এই বাংলায় জাতীয় পার্টির স্থান হবে না,নুরুল হক নুরুর উপর যারা হামলা চালিয়েছেন তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।


আরও পড়ুন