গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

news paper

মীর রাতুল, শ্রীনগর

প্রকাশিত: ৩০-৮-২০২৫ বিকাল ৫:৫৯

103Views

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগন বাড়ি ওভারব্রিজের উত্তর প্রান্তে এক্সপ্রেসওয়ে লেন প্রায় অধঘন্টা অবরোধ করে রাখে গণঅধিকারের নেতাকর্মীরা। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।  দেখা গেছে, গণঅধিকার পরিষদ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মো. আহসান হাবিব শ্যামল ও সাধারণ সম্পাদক জাহিদুল আহমেদের নেতৃত্বে উপজেলার ডাকবাংলো মার্কেটের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শ্রীনগর ছনবাড়ি এসে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী হাইওয়ে লেন অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে দলটির নেতাকর্মীরা। পরে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তার কিছুক্ষন পর তারা অবস্থান নেয় মাওয়ামুখী লেনের ছনবাড়ি এক্সিডপয়েন্টে। দুপুর ১টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া মুন্সীগঞ্জ যাওয়ার কথা থাকায় পুলিশ বিব্রতকর অবস্থায় পরে যায়। এ সময় শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান দলটির নেতাকর্মীদের বুঝিয়ে অবরোধ সরিয়ে দেন। এর ৫ মিনিট পরই উপদেষ্টার গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিচারের দাবীতে শ্লোগান দিতে থাকে। 


আরও পড়ুন