সাংবাদিক এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

news paper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ৩০-৮-২০২৫ বিকাল ৫:৩

29Views

নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় শহরের মুক্তির মোড় পৌর সভার সামনে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদেকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক এম আর রকি, কাজী স্বাধীন আব্বাস আলি, মেহেদী হাসান অন্তর, রাশেদুল ইসলাম রাশেদ, আসাদুজ্জামান নাদু, মাহাবুব আলম রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক এ.কে সাজুর উপর হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটি নির্দিষ্ট নিয়মে চলে। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। বক্তারা আরও বলেন, মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরা যে দলিলগুলো সম্পাদন করেছেন, সেগুলো নিয়মবহির্ভূত। তাই মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান তারা। বক্তারা আরো বলেন, হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ কে সাজুর উপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা তার ক্যামেরা, মোবাইল ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।


আরও পড়ুন