পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে সদস্য সংগ্রহ শুরু করলেন নওশাদ জমির
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৪:৩২
পঞ্চগড়ে বিএনপির আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে চেম্বার অফ কমার্স এর মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন ঘোসনা করেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। পঞ্চগড় ১ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, পঞ্চগড় সদর এবং আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের মতামত তুলে ধরেন। সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। অনুস্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ন সম্পাদক কাদের হালিমী। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম দুলাল,সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারন সম্পাদক নুরুল আলম মোল্লা সহ তৃণমূল বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।