বেসরকারি হাসপাতাল মালিক সমিতির নয়া কমিটি গঠন: সভাপতি সেলিম খান,সাধারণ সম্পাদক কাইয়ূম খান পাভেল

news paper

সোহেল রানা, ধামরাই

প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৪:৩১

348Views

ঢাকার ধামরাই পৌর বেসরকারি হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মালিক সমিতির কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। নয়া কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আইকন ডায়াগনষ্টিক সেন্টার মোঃ সেলিম খান , সাধারণ সম্পাদক সন্ধানী এক্সরে এন্ড প্যাথলজী'র মোঃ কাইয়ূম খান (পাভেল )।
শনিবার (৩০ আগস্ট) কমিটির বিষয় নিশ্চিত করেন সাধারণ সম্পাদক মোঃ কাইয়ূম খান (পাভেল)। এর আগে বৃহস্পতিবার পৌর শহরের ইসলামপুরে মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টে এই কার্যকারী কমিটির ঘোষণা করেন কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী।
কর্যকারী কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি ইসলামপুর জেনারেল হাসপাতালের মোঃ আঃ খালেক, সহ- সভাপতি সেবা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টা মোঃ ফরহাদ হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিক ডায়াগনষ্টিক সেন্টারের মোঃ রমজান খান,সাংগঠনিক সম্পাদক সেবা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের মোঃ মাসুদুল আলম,কোষাধক্ষ আল-মদিনা স্কয়ার হাসপাতাল মোঃ মাহমুদুল হাসান (শাহিন),দপ্তর সম্পাদক ধামরাই ডিজিটাল চক্ষু হাসপাতালের মোঃ অহিদুল ইসলাম,সহ- দপ্তর সম্পাদক ইসলামপুর জেনারেল হাসপাতালের মোঃ আশিকুর রহমান (অঙ্গন)।

সদস্যরা হলেন দেশ ডায়াগনষ্টিক সেন্টারের ডাঃ মোহাম্মদ কায়কোবাদ হোসেন রাসেল,সিটি- ১ হাসপাতালের ডাঃ মোঃ মোখলেসুর রহমান,সোনিয়া ডেন্টাল কেয়ারের ডাঃ সোনিয়া আক্তার (মুক্তা),মমতাজ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মোঃ মুন্তাসির রহমান (মৃদুল),সন্ধানী এক্সরে এন্ড প্যাথলজী'র মোঃ সোহেল খান,মুনমুন চক্ষু হাসপাতালের মোঃ মিরাজ খান,আবির ডায়াগনষ্টিক সেন্টারের মোঃ জসিম উদ্দিন,এ আর এন ডায়াগনষ্টিক সেন্টারের মোঃ নাজিউর রহমান শিশির,এপেক্স ফিজিওথেরাপি সেন্টারের মোঃ আব্দুস সালাম ব্যবস্থাপনা পরিচালক,ব্যবস্থাপনা পরিচালক সন্ধানী এক্সরে এন্ড প্যাথলজী'র শাম্মী খান,আইকন ডায়াগনষ্টিক সেন্টারের ডাঃ মোঃ শফিকুল ইসলাম,এ আর এন ডায়াগনষ্টিক সেন্টারের মোঃ আব্দুর রাজ্জাক,আল-মদিনা স্কয়ার হাসপাতালের সৈয়দা রেবেকা সুলতানা (মুক্তা), সিটি- ১ হাসপাতালের মোঃ রবিউল ইসলাম।


আরও পড়ুন