পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৪:১৭
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ আগস্ট) দুপুরে জর্জকোট এর সামনে থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে অবস্থান নেয়।এতে সড়কের দুই পাশে আটকা পড়ে ছোট-বড় শতশত যানবাহন।
সমাবেশে বক্তব্য দেন,গণঅধিকার পরিষদ পঞ্চগড়ের আহবায়ক মো:মাহাফুজার রহমান। তিনি বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর দফায় দফায় হামলাকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এবং সেনাপ্রধানের পদত্যাগসহ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারনের দাবী করেন তিনি।
বক্তব্য শেষে নেতাকর্মীরা সড়কে অবস্থান কর্মসুচি পালন করলে পুলিশ বাঁধা দেয়। বিক্ষোভ সমাবেশে জেলা, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।