সিংগাইরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

news paper

মিজানুর রহমান, সিংগাইর

প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৩:৫৭

245Views

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগষ্ট) দুপুরে পৌর শহরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। 

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মমিনুর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলামিন দেওয়ান ও
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু প্রমূখ।

বক্তারা গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় উপজেলার সায়েস্তা ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি আনিস মোল্লা, বায়রা ইউনিয়ন সভাপতি সুভাস সরকার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনসহ গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন