রাজনৈতিক ইতিহাস নিয়ে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ২:৫৯
রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ নিয়ে রচিত সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদী আমিন। প্রকাশনা অনুষ্ঠানটির আয়োজন করে ইতি প্রকাশন ও জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি। প্রকাশক মো. জহির দীপ্তি জানান, সাহিত্যপ্রেমী ও রাজনৈতিক ইতিহাসে আগ্রহী পাঠকদের জন্য এ বই একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে।
এ সময়ে অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ, সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন টুয়েল।