রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ায় জড়িত থাকায় দু'ব্যক্তির কারাদণ্ড
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ২:৩৯
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনলাইন ক্যাসিনো জুয়ায় জড়িত থাকার দায়ে রিয়াজুল ইসলাম (৩১) ও আরমান আলী (২৪) নামে দু'ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ আগষ্ট) রাত ৯টায় উপজেলার মীরডাঙ্গী বাজারের দোকান থেকে এবং গাজিরহাট বাজারের দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিয়াজুল ইসলাম উপজেলার সন্ধ্যারই সরকার পাড়া গ্রামের সইদুল ইসলামের ছেলে ও আরমান আলী উপজেলার মুনিষগাঁও গ্রামের কলিমউদ্দিনের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান অনলাইন জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের দু'জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘ক্যাসিনোসহ সব ধরনের জুয়ার বিরুদ্ধে যৌথবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘দণ্ডিত দু'জনকে আজ শনিবার ৩০ আগষ্ট সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।’