ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে ডাক্তার মোঃ ইউনুস আলী

news paper

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১:৪৫

164Views

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ড্যাব নেতাএবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোঃ ইউনুস আলী,ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ৩নং ওয়াডে রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কমসূচী নিয়ে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংয়োগ চালিয়েছেন। 
শুক্রবার২৯আগষ্ট বিকেলে আন্ধারীঝার ইউনিয়নের ৩নং ওয়াডের বিভিন্ন হাট,বাজার এবং রাস্তার পাশে দাড়িয়ে থাকা জনসাধারনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাস্ট্র কাঠামোে মেরামতের রূপরেখা ৩১ দফা কর্মসূচি লিফলেট বিতরণ জনগণের হাতে পৌঁছে দেনও গণসংযোগ করেন। 
এসময় উপস্থিত ছিলেন,ভূরুঙ্গামারী উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির য়ুগ্নআহবায়ক হাজীআব্দুস সালাম,আন্ধারীঝার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শহিদুল মাস্টার, মিজু মাস্টার উপজেলা ছাএদলের    য়ুগ্নআহবায়ক আল আমিন কানন,   এবং আন্ধারীঝার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

আন্ধারীঝার ঈদগাহ মাঠের সামনে ডাক্তার মুহাম্মদ ইউনুস আলী তার বক্তব্য বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উন্নত, স্বনির্ভর ও উন্নয়নশীল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই দেশ গড়ে তোলার জন্য তাঁরই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হলে তৃণমূলের সাংগঠনিক দক্ষতা আরও সমৃদ্ধ করতে হবে। এতে দল যেমন শক্তিশালী হবে, তেমনি জনগণের সঙ্গে সম্পর্কও আরও গভীর হবে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন—রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। সেই আদর্শ নিয়েই আমি এবং আমার সহযোদ্ধারা মাঠে কাজ করছি।" তিনি হুঁশিয়ার করে বলেন, "ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর একটি স্বার্থান্বেষী মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।


আরও পড়ুন