মানিকগঞ্জে হারুনার রশিদ খান মুন্নু স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১:১৮
বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাবেক চেয়ারম্যান প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু স্মৃতি স্বরণে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
'কুয়াশা মোচন সংঘ' পাতিলাপাড়া কার্যালয়ের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া মাঠে এ খেলা অনুষ্টিত হয়।
খেলায় প্যারাডাইস এফ সি ক্লাব বালিয়াটি বনাম বিলতালুক বয়েজ ক্লাব দরগ্রাম অংশ নেয়। ৯০ মিনিটের খেলা শেষে ৩-১ গোলে প্যারাডাইস এফ সি ক্লাব বালিয়াটি বিজয়ী হয়।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহবায়ক আমীর হামজা, শ্রমিক দলের সভাপতি মিজানূর রহমান,কৃষক দলের আহবায়ক বরকত মল্লিক, কুয়াশা মোচন সংঘের সভাপতি এম দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাকীসহ আরো অনেকে। এসময় খেলা দেখতে মাঠের চারপাশে বিভিন্ন বয়সের শত শত মানুষের ভীড় জমে।