শালিখায় বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত

news paper

সাইফুল ইসলাম, শালিখা

প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১১:৪৩

71Views

মাগুরার শালিখা উপজেলার ৪নং শতখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯আগস্ট) বিকালে উপজেলার সিমাখালি হাই স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফার হোসেন টুকু এবং সাবেক সভাপতি আনিসুর রহমান মিলটন। 

আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য কুমুূদ রঞ্জন রায়, উপজেলা বিএনপি নেতা শহীদুজ্জামান শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি সোহেল রানা, সদর উপজেলা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন রানা প্রমূখ। 

সভায় সভাপতিত্ব করেন, ৪নং শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড. ইকলাচুর রহমান, সঞ্চালনায় ছিলেন, মোঃ  মনিরুজ্জামান মনা সরদার এবং রেজাউল ইসলাম রেজাঢালী। 

সমাবেশে ইউনিয়ন বিএনপি'র ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশ নেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে যোগদেন।

এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করা জরুরি। জনগন বিএনপির পক্ষে রয়েছে এবং মাঠে থেকে সক্রিয় থাকলে বিজয় নিশ্চিত করা সম্ভব।


আরও পড়ুন