সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

news paper

কামরুল আলম, ডাসার

প্রকাশিত: ২৮-৮-২০২৫ বিকাল ৫:২০

57Views

জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কালকিনি পৌরসভা প্রাঙ্গণে জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হেজাজ খান, ইউনিয়ন দলনেতা ও সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতে এর আওতা আরও বাড়ানো হবে।

স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরও পড়ুন