মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ৩:৫৪
ফরিদপুরের মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় বাজারের দ্বিতীয় তলায় পরিষদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেন— জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রার্থী কনক হাসান মাসুদ, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আতিয়ার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ওসমান বিশ্বাস, উপ-সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ওবায়দুল ইসলাম, ক্রীড়া সম্পাদক প্রার্থী মোঃ ইমামুল বিশ্বাস ইমাম এবং সম্পাদক প্রার্থী মামুনুল ইসলাম মঙ্গল।
এ সময় কনক হাসান মাসুদ বলেন, “নির্বাচিত হলে মধুখালী বাজারে আগত সাধারণ ক্রেতাদের জন্য ওয়াশরুম সুবিধা নিশ্চিত করব।”ক্রীড়া সম্পাদক প্রার্থী ইমামুল বিশ্বাস ইমাম বলেন, “আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য বিনোদনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।”
ভোটার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন জানান, “আমরা সেই প্রার্থীকে বিজয়ী করব, যিনি বাজার উন্নয়ন ও সাধারণ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন।”
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে ২৭ ও ২৮ আগস্ট, জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট। মনোনয়নপত্র বাছাই ১ সেপ্টেম্বর, আপিল ও শুনানি ২ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ৪ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে।
রিটার্নিং কর্মকর্তা সাবেক কাস্টমস কর্মকর্তা মোঃ আক্তার হোসেন মুন্সী জানান, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং আচরণবিধি ভঙ্গকারীর মনোনয়নপত্র বাতিল করা হবে। এছাড়া কোনো মানসিক ভারসাম্যহীন বা আদালতে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি প্রার্থী হতে পারবেন না।