যানজটের কবলে হাটহাজারী কাচারী সড়ক

news paper

সুমন পল­ব, হাটহাজারী

প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ৩:১৮

12Views

চট্টগ্রামের হাটহাজারীর কাচারী সড়কটি খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। এটি চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙামাটির যোগাযোগ মাধ্যম হিসেবে বিবেচিত। এই সড়কে পৌরসভা, সাব-রেজিস্ট্রার, ট্রমা সেন্টার ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের কার্যালয় অবস্থিত। এই সড়কের দুই পাশে থাকা মার্কেটগুলোতে আসা ক্রেতারা কেনাকাটা করতে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখে। এর সঙ্গে অবৈধ অটোরিকশা ও সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত পরিবহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। অন্যদিকে, দোকানের সামনে ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে ফুটপাত দখল করায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়াও, দোকানের পণ্যবাহী বড় গাড়িগুলো দিনের বেলায় সড়কের উপর দাঁড়িয়ে পণ্য ওঠানামা করার কারণেও তীব্র যানজটের সৃষ্টি হয়।

পৌর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ শুক্কুর জানান, "এই সড়কটি পরিমাপ করলে দৈর্ঘ্য ৬০ ফুট, আবার কোথাও কোথাও ৮০ ফুটও রয়েছে। এই দখলকৃত জায়গা উদ্ধার করে সড়কটি প্রশস্ত করতে চাইলে আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা হবে।" তিনি আরও জানান, দিনের বেলায় ব্যবসায়ীরা সড়ক দখল করে পণ্য ওঠানামা করার বিষয়ে প্রশাসন নির্দেশনা দিলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

পৌর নির্বাহী প্রকৌশলী এম জেড আনোয়ার জানান, "আমি কিছুদিন হলো যোগদান করেছি। এই বিষয়ে আমি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।"

সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ ফারহান জানান, "আমাদের দপ্তরের সার্ভেয়ার কাগজপত্র যাচাই-বাছাই করে জায়গা নির্ধারণ করে নোটিশ প্রদান করবে। পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।"

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানান, "সরকারি ১ নং খতিয়ান জায়গা আছে কিনা তা সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দিয়েছি। এছাড়া অন্য কোনো দপ্তরের জায়গা যদি থাকে, আমাদের সহযোগিতা চাইলে আমরা স্থানীয় প্রশাসন হিসেবে তাদের সহযোগিতা করবো।"

এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী চৌধুরী রোশন ইসলাম জানান, "আমাদের যে জায়গাগুলো রয়েছে তা শনাক্ত করে এবং যারা দখল করে আছে তাদের নোটিশ প্রদান করা হবে। পরবর্তীতে অভিযান পরিচালনার মাধ্যমে উচ্ছেদ করা হবে। এছাড়াও কোনো আইনি জটিলতা থাকলে, তা আইনি প্রক্রিয়া শেষ করে ফেরত পাওয়ার ব্যবস্থা করা হবে।"


আরও পড়ুন