ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন
প্রকাশিত: ২৫-৮-২০২৫ বিকাল ৫:১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শূন্য থেকে এক বছর বয়সের প্রত্যেক নবজাতক শিশুর জন্ম নিবন্ধন কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার ২৫ আগস্ট ভূরুঙ্গামারী উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র নিজে প্রত্যেক বাড়ি বাড়ি যান। তিনি যে শিশুটি সেদিন জন্মগ্রহণ করেছে সেই শিশুর পিতা-মাতাকে শুভেচ্ছা জানান এবং সাথে সাথে জন্ম নিবন্ধন হাতে তুলে দেন। এই কার্যক্রম প্রথমে ওয়ার্ড ভিত্তিক এবং পরে তিনটি ওয়ার্ড মিলে একসাথে জন্ম নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। ভূরুঙ্গামারী উপজেলার অন্যান্য ইউনিয়নেও পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালিত হবে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র বলেন, "জন্ম নিবন্ধন করা প্রত্যেক নাগরিকের অধিকার। জন্ম নিবন্ধন শুধু নিজের জন্য নয়, ভবিষ্যতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরির ক্ষেত্রেও জন্ম নিবন্ধন অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি আরও জানান, উপজেলা জনসাধারণকে জন্ম নিবন্ধন সম্পর্কে সচেতন করা এই কার্যক্রমের মূল লক্ষ্য।