বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

news paper

মফিজুর রহমান মুবিন, মধুখালি

প্রকাশিত: ২৪-৮-২০২৫ বিকাল ৫:২৮

117Views

 বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেন সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন মুন্সি আকতার হোসেন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, রেবেকা সুলতানা (কনা) সম্প্রতি সাংবাদিক সম্মেলনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ ও অপপ্রচার করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
 
সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন