জঙ্গল সলিমপুরে সম্প্রীতির বার্তা ছড়ালেন আনোয়ার ছিদ্দিক চৌধুরী

news paper

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ৩:৫৭

57Views

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে সম্প্রীতির অনন্য বার্তা ছড়ালেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী। রোববার দুপুরে এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে এক বক্তব্যের মধ্য দিয়ে তিনি এ বার্তা ছড়ান। এসময় তিনি বলেন, আমরা বিএনপি-জামায়াত দুই ভাই। এই এলাকাটাকে কিভাবে সুন্দর করে পরিচালনা করা যায় সেটি আমরা দুই ভাই ঠিক করব। যেন এখানে হানাহানি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং না থাকে। আমরা চাই সুন্দর সমাজ। অনুষ্ঠানে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

আনোয়ার ছিদ্দিক চৌধুরী সম্প্রতি শিক্ষা বোর্ড কর্তৃক এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই এলাকাটি অনেক সমস্যায় জর্জরিত। এখানে বিদ্যুৎ থাকেনা, পানি থাকেনা, অধিকাংশ মানুষ অর্থের কষ্টে ভোগে। তাছাড়া এখানে ভোটার হতে না পারার সমস্যা আছে। নাগরিক সেবাগুলো এখানকার মানুষ পায় না। ডিসিকে ও এসপিকে আমি জানিয়েছি বিষয়গুলো। এগুলো বাস্তবায়নে আমরা বিএনপি-জামায়াত দুই ভাই মিলে কাজ করব। আমরা গঠন করব আগামী সুন্দর-শান্তির পায়রা জঙ্গল সলিমপুর। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের এসিসট্যাণ্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেল, জঙ্গল সলিমপুর নগর সভাপতি ছায়দুল জক ছাদু, সেক্রেটারি বোরহান উদ্দিন জিয়া, দপ্তর সম্পাদক ও যুবদল নেতা মিজানুর রহমান রাজু, জঙ্গল সলিমপুর সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মহিব্বুল্লাহ, সেক্রেটারি ইঞ্জিনিয়ার নুরুন নবী, জয়েন্ট সেক্রেটারি এম আইয়ুব বাচ্চু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

আনোয়ার ছিদ্দিক চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো করে পড়ো। এটাই তোমাদের প্রতি আমার একমাত্র উপদেশ। পড়, পড়, পড়। কোন মোবাইল, অপসংস্কৃতির দিকে তোমরা ধাবিত হইয়ো না। যেকোন কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে আমি তোমাদেরকে সর্ব্বোচ্চ সহযোগিতা করব। সেইসাথে এই এলাকা উন্নয়নে কাজ করব। 

এর আগে রোবার বেলা এগারোটায় আনোয়ার ছিদ্দিক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে কমিটির সদস্যদের নিয়ে বিদ্যালয় ঘুরে দেখেন।


আরও পড়ুন