ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

news paper

কামরুল হাসান, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ৩:৪৩

119Views

ঠাকুরগাঁও রোড স্টেশনের অদূরে কাজীপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আজাদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলা-বান্দা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজাদ রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পিছন দিক থেকে ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজাদ সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট মিলনপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। পারিবারিক কলহের কারণে তার মা কিছুদিন ধরে বাবার বাড়ি মোহাম্মদপুর ইউনিয়নে বসবাস করছেন। রবিবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে আজাদ বাড়ি থেকে বের হয়ে কাজীপাড়া এলাকায় ঘুরতে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, “ট্রেনে কাটা পড়ে একজন কিশোরের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাটি রেলওয়ে পুলিশের অধীনে, তারা বিষয়টি দেখছে।”


আরও পড়ুন