বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠুর সৌজন্যে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ

news paper

আবুল হাশেম, বাঘা

প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২৩

38Views

রাজশাহীর চারঘাট-বাঘা ৬ আসনের বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এই ত্রাণ কার্যক্রমে মোট ৪০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু ও মুড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে চকরাজাপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার এবং দূড়দূড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছগ্রামের ১০০ পরিবারে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হায়দার আলী সরকার, রাজশাহী জেলা যুবদলের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম (জাহিদ), রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব স্বপন সরকার বাজু, বাঘা ইউনিয়নের কৃষক দলের নেতা রবিউল ইসলাম, বাঘা পৌর তরুণ দলের সাধারণ সম্পাদক সোহাগ রানা, খালেদা জিয়া ও তারেক জিয়া পরিষদের সহ-সভাপতি আব্দুল হালিম এবং দপ্তর সম্পাদক মাসুদ রানা। আমিনুল ইসলাম মিঠু বলেন, “বিএনপি সবসময় বিপদে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। প্রবাসে থেকেও আমরা চেষ্টা করি দেশের মানুষের জন্য কিছু করার।


আরও পড়ুন