পাঁচবিবির আওলাই ইউনিয়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

news paper

পাঁচবিবি, প্রতিনিধি

প্রকাশিত: ২৩-৮-২০২৫ বিকাল ৫:২৩

14Views

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে ‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্টকাঠামো মেরামতে ঘোষিত ৩১ দফা'র পক্ষে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।বিকেলে  অত্র ইউনিয়নের চাঁনপাড়া বাজার থেকে একটি বিশাল বহর বের হয়ে প্রত্যন্ত গ্রামের মোড়ে মোড়ে এবং ইউনিয়নের কাঁকড়া, পাগলাবাজার, দরগা বাজার, শিরট্টি বাজার, ছাতিনালী বাজারে  গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। 

 ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট  জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান। বিশেষ অতিথির  বক্তব্য দেন  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা প্রধান। 

এসময়  বক্তব্য দেন  উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম মাস্টার,  আওলাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রধান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আইনুল হক, সিনিয়র সহ সভাপতি শাহ জালাল মন্ডল, সাংগাঠনিক সম্পাদক আব্দুস সবুর, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, সাধারণ সম্পাদক  আব্দুল মতিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আঃ হাকিম মন্ডল, সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাইদুল ইসলাম রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল হুদা,
সাংগঠনিক মোঃ হারুন অর রশীদ লিটন, বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সোবাহান মহুরী, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর সরকার রাশেদুল, জেলা যুবদল নেতা গোলাম রাব্বানী রাব্বী, যুবনেতা মোঃ আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, সাব্বির হোসেন, রাজু খান, থানা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, জনাবুর রহমান জনি,থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল,  সদস্য সচিব এসএম নাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান, জেলা ছাত্রদল নেতা এম এ তাহের, মোঃ আল ইমরান মন্ডল, ইউনিয়ন যুবদল নেতা সিদ্দিকুর রহমান খোকন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফারুক সহ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণ সংযোগ কালে বিভিন্ন পথসভায় বিএনপির তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সালাম পৌঁছে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।


আরও পড়ুন