যশোরে বৈরী আবহাওয়ার মাঝেও গণ অধিকার পরিষদের গণসমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ২:১
যশোর টাউন হল মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ বিকেল চারটায় গণ অধিকার পরিষদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন যশোর গণ অধিকার পরিষদের সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়াও কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।