ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে লড়ছেন ঝিনাইদহ জেলার ০৬ কৃতী সন্তান
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ২:০
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে হল সংসদে প্যানেল ভিত্তিক প্রতিযোতগিতা করছেন ঝিনাইদহের ০৬ কৃতী শিক্ষার্থী।
শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি পদে সাঈফ আল ইসলাম দীপ, কবি জসীম উদ্দীন হলের ভিপি পদে আব্দুল ওহেদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে পাঠকক্ষ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান, বিজয় একাত্তর হলের সমাজসেবা সম্পাদক প্রার্থী ইমতিয়াজ আহমেদ রনি, মাস্টারদা সূর্যসেন হলে পাঠকক্ষ সম্পাদক পদে শাকিল আহমেদ ও সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাব্বির রহমান। তাদের সকলের বাড়ি ঝিনাইদহ জেলায় বলে তথ্য পাওয়া গেছে।