জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

news paper

শহীদুল্লাহ মনসুর, জাবি

প্রকাশিত: ২২-৮-২০২৫ বিকাল ৬:৪৬

16Views

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ইতোমধ্যেই দুটি প্যানেল ঘোষণা করা হলেও এখনো প্যানেল ঘোষণা করতে পারেনি ছাত্রদল ও বাম সংগঠনগুলো।

বৃহস্পতিবার  (২১ সেপ্টেম্বর) শিবিরের নেতৃত্বে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা করা হয়। এর একদিন পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাগছাসের নেতৃত্বে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল ঘোষণা করে তারা।

ক্যাম্পাসের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে—সংগঠনগুলো মধ্যকার দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দল ও প্রার্থী বাছাই নিয়ে দ্বিধা-দ্বন্দ্বই বিলম্বের মূল কারণ। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের দিন পেরিয়ে গেলেও প্যানেল ঘোষণা করতে পারেনি ছাত্রদল ও বাম সংগঠনগুলো ।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দীন মোহাম্মদ বাবর বলেন, “আমরা ইতোমধ্যেই আমাদের প্যানেল গুছানোর কাজ সম্পন্ন করেছি। কেন্দ্রীয় সংসদের অনুমোদন পেলেই খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে।”

ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক আবরার হক অর্ক বলেন, " আমরা নিজেদের মধ্যে প্যানেল করেছি। যেহেতু এখনো নির্বাচনবিধি অনুযায়ী প্রচারণার সময় আসেনি তাই আমরা এখনো প্যানেল ঘোষণা করেনি৷ খুব শীগ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের প্যানেল ঘোষণা করা হবে। 

তবে ক্যাম্পাসের শিক্ষার্থীরা মনে করছে, রাজনৈতিক দ্বন্দ্ব মিটিয়ে দ্রুত প্যানেল ঘোষণা করতে না পারলে ভোটের মাঠে পিছিয়ে পড়বে ছাত্রদল ও বাম সংগঠনগুলো।


আরও পড়ুন