কুমিল্লায় ঢাকা গোড়ান হেলথ্ ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত: ২২-৮-২০২৫ বিকাল ৬:৪৫
কুমিল্লা চৌদ্দগ্রামে প্রায় দেড় হাজারের ও অধিক অসহায় দুস্থ রোগীদের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২আগষ্ট) সকাল ১১ টায় শুরু হয়ে দিনব্যাপী কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গনে ৬ জন চিকিৎসক এর তত্ত্বাবধানে ঢাকা গোড়ান হেলথ্ ক্লাবের সপ্তম ফ্রী ক্যাম্প অনুষ্ঠিত করেছে। এতে শিশু, নারী-পুরুষ সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যাক্তিদের ফ্রী চিকিৎসা সেবা ও ফ্রী ঔষধ বিতরণ করা হয়।
এই বিষয়ে ডাক্তাররা বলেন, অধিকাংশ রোগীরা ডায়াবেটিস, প্রেশার, চর্ম,যৌন, এলার্জি, হাঁড়ের ব্যাথা, মাথাব্যথা, স্নায়ু রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাই আমরা টিম করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে সেবা দিয়ে যাচ্ছি। এতে অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পরামর্শ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, শিশু ও মহিলাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে প্রাথমিক ওষুধও বিতরণ করা হয়।এই সময় চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, গ্রামের মানুষ ভালো ডাক্তারদের চিকিৎসা না পাওয়ায় তারা হতাশ ছিলো, তবে এই ফ্রী মেডিক্যাল ক্যাম্প পেয়ে তারা অত্যন্ত খুশি।
এই বিষয়ে স্থানীয়রা বলেন, গ্রামাঞ্চলে প্রায়ই অসুস্থ হলেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তবে এই ধরনের আয়োজন মাঝেমধ্যে হলে সাধারণ জনগণের স্বস্তি ফিরবে সেই সাথে তারা ভালো একটা ফ্যাসিলিটি পাবে। আয়োজকরা জানান, ক্যাম্পে এলাকার হাজারেরও অধিক মানুষ উপস্থিত হয়ে সেবা গ্রহণ করেন।
ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হবে যাতে সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারে। আমাদের এই সপ্তম ফ্রী মেডিক্যাল ক্যাম্প কুমিল্লা অনুষ্ঠিত হচ্ছে, এর আগে তাদের বিভিন্ন এলাকায় এই ক্যাম্প আর আয়োজন হয়েছে। তাই আমরা আজ এই এলাকার প্রায় ১৫০০ জন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য কাজ করছি।এই সময় আমাদের সার্বিক সহযোগিতায় ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস,রেনেটা ফার্মাসিউটিক্যালস, অপসনিন ফার্মা, ডেভলপমেন্ট ফর দি পুওর (ডিপি), দুঃস্থ মৈত্রী বাতিসা সহ অন্যান্যরা।