বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং ক্রেস্ট ও সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

news paper

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ৪:২

19Views

২০২৪ সালের সাসটেইনেবল রেটিং-এর জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক অর্জন করেছে। ২০ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর-এর কাছ থেকে এই ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর পরিচালক চৌধুরী লিয়াকত আলী, এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০২৪ সালে ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন সূচকে সন্তোষজনক অগ্রগতি এবং উৎকর্ষতার জন্য এই সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশ ব্যাংক ২০২০ সাল থেকে সাসটেইনেবল ফাইন্যান্স, গ্রিন রিফাইন্যান্স, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর), কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি এবং ব্যাংকিং সেবার পরিধি—এই ক্যাটাগরিগুলোর ওপর ভিত্তি করে পুরস্কারটি প্রদান করে আসছে। বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের সম্মানজনক স্বীকৃতি অর্জন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।


আরও পড়ুন