লাকসামে জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

news paper

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ১২:৩৬

44Views

‘‘ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ’’ এ শ্লোগান সামনে রেখে প্রতিবছরের ন্যায় কুমিল্লা লাকসামে সোমবার বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
সরেজমিনে ঘুরে দেখা যায়, মৎস্য সপ্তাহ  ২০২৫ উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে র‌্যালী, উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতের মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মৎস্য চাষী ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের লোকজন টি শার্ট ও মাথায় কাগজের ক্যাপ লাগিয়ে মৎস্য সপ্তাহ পালন করেন। মৎস্য চাষে গুনগত মানের পোনা উৎপাদনে মায়ের দোয়া মৎস্য খামার প্রতিষ্ঠানের দুলাল মিয়া  মেম্বার কে ক্রেষ্ট প্রদান করা হয়, মৎস্য উৎপাদন হিসেবে সোহেল রানা, শ্রীয়াং, মুদাফরগঞ্জ ক্রেষ্ট প্রদান করা হয়, প্লাবন ভূমিতে মাছ চাষ সমবায় ভিত্তিক অবদান স্বরূপ ইমরান হোসেন আদারীয়া পুরস্কার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়, পাঙ্গাস তেলাপিয়া মিশ্র চাষ উৎপাদনের জন্য মোঃ ইয়াছিন মিয়া ও রূপালী মৎস্য প্রকল্প এন্টার প্রাইজ এর সেক্রেটারী মোঃ ইমরান হোসেন লিটন কে পুরস্কার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। 
লাকসাম উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সুদীপ্ত মিশ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনাল চাকমা, পিআইও আহমেদ উল্যাহ সবুজ প্রমুখ। অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন মৎস্যচাষী, মাসুদ রানা, এনজিও কর্মী মাসুদুল আলম, সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাকসাম উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী। 
প্রধান অতিথি ইউএনও কাউছার হামিদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশে অর্থনৈতিক সাফল্যের জন্য মৎস্য একটি গুরুত্বপূর্ন বিষয়। আমার উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারন বিভাগে সরকারি অনুদান আসে কিন্তু মৎস্য উন্নয়নে সরকারি তেমন অনুদান আসে না তাই আমি এবার চেষ্টা করব উপজেলা মৎস্য চাষীদের কিছু দেওয়ার জন্য। আমি মৎষ্য চাষীদের উদ্দেশ্যে বলছি আপনারা পাড় বেঁধে মাছ চাষ করবেন। বন্যার কারণে আপনাদের অনেক টাকা লস হয়েছে। আপনারা অনেকে নিঃস্ব হয়েছেন। 


আরও পড়ুন