মেহেরপুরে জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত

news paper

রাজু হোসেন, মেহেরপুর

প্রকাশিত: ১৮-৮-২০২৫ বিকাল ৫:৩৬

32Views

রবিবার (১৭) আগস্ট মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  ৩১ দফা দাবি লিফলেট জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন মেহেরপুরে জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

গণসংযোগকালে অ্যাডভোকেট কামরুল হাসান তার বক্তব্যে বলেন, আজকে এই কর্মসূচি সফল করার জন্য মেহেরপুর জেলা বিএনপি'র পক্ষ থেকে সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ৩১ দফা কর্মসূচির লিফলেট জনসাধারণের মাঝে পৌঁছিয়ে দিয়েছি। ২০১৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনার কর্মসূচি। আজকে অন্তর্বতীকালীন সরকার যে সংস্কারের ভাবনা ভাবছে ২০১৩ সালে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের রহমানের ভাবনার ফসল। তিনি ২০২৩ এই সালে এই কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন।

অ্যাডভোকেট কামরুল হাসান, সদস্য সচিব, মেহেরপুর জেলা বিএনপি তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে, আমি নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান এই ৩১ দফা কর্মসূচির জনগণের কাছে তুলে ধরবেন এবং এর ভেতরেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত কর্মসূচি রয়েছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এখানে ন্যায় বিচার থাকবে, ভোটাধিকার থাকবে, মানুষের অধিকার থাকবে এই ৩১ দফা কর্মসূচির ভিতরে বাস্তবায়িত আছে। আমরা চাই এই ৩১ দফা কর্মসূচির ভিতর বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশকে ভাবতো ৩১ দফার ভিতরে আমরা সেই স্বনির্ভর বাংলাদেশ গড়বো। তিনি আরো বলেন - " বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। "গণসংযোগ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য ইলিয়াস হোসেন আনছারুল হক, আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, হামিদ খান গাজু, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মেহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাভলু, আমদহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মীর জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা নাহিদসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা সময় উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন