কসবা বায়েক মিনি সাজেক এখন পর্যটকদের নতুন দিগন্ত

news paper

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১:১৪

123Views

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবস্থিত বায়েক ইউনিয়নের পাহাড়ি অঞ্চল স্থানীয়দের কাছে পরিচিত মিনি সাজেক মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়-টিলা ঘেরা সবুজ পরিবেশের জন্য দিন দিন বেড়েছে এ অঞ্চলের জনপ্রিয়তা।

শীত ও বর্ষা—দুই মৌসুমেই মিনি সাজেক ভ্রমণপিপাসুদের কাছে ভিন্ন রূপে ধরা দেয়। ভোরে কুয়াশায় ঢেকে থাকা পাহাড়, দুপুরে মেঘের খেলা আর সন্ধ্যায় লাল সূর্যাস্ত—প্রতিদিনের এ সৌন্দর্য ভ্রমণকারীদের মোহিত করছে।

ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন কসবার বায়েক মিনি সাজেকে। পরিবার, বন্ধু কিংবা তরুণ-তরুণীদের দল মিনি সাজেককে ঘিরে এখন নিয়মিত আয়োজন করছেন পিকনিক, আড্ডা কিংবা ছোট ভ্রমণ।

স্থানীয়দের দাবি, যথাযথ পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়ন হলে মিনি সাজেক দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।

পর্যটকরা বলেন এত সুন্দর জায়গা,  সঠিক প্রচারণা ও রাস্তা-ঘাট উন্নয়ন হলে এটি সাজেক ভ্যালির মতোই জনপ্রিয় হবে। এখানে সিসি ক্যামেরা দারা নিরাপত্তা নিশ্চিত হওয়ার কারনে আমরা ফ্যামিলি নিয়ে মিনি সাজেকে এসে সৌন্দর্য উপভোগ করে থাকি। 

স্থানীয় এক দোকানদার জানান।প্রতিদিন ভ্রমণকারী আসায় আমাদের ব্যবসায় সুবিধা হচ্ছে। মিনি সাজেক সিসি ক্যামেরা দারা  রাস্তা ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের সুবিধার জন্য। 

কসবা সাংবাদিক ফোরামের শামীম আহমেদ বলেন কসবা বায়েক মিনি সাজেক এখানে আসলে মনে হয় যে বান্দরবন সাজেক পাকৃতিক সৌন্দর্য সবুজ নীলা ভূমি ।আমি সকলকে আহ্বান করবো এই মিনি সাজেক এসে সৌন্দর্য উপভোগ করার জন্য। 

সার সংক্ষেপে বলা যায়, কসবা বায়েকের মিনি সাজেক এখন স্থানীয় পর্যটনের নতুন দিগন্ত, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং যথাযথ উদ্যোগ নিলে জাতীয়ভাবে পর্যটনের একটি বড় কেন্দ্র হয়ে উঠতে পারে।


আরও পড়ুন