কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নেওয়ার কাজ করছে ডিএনসিসি - প্রশাসক

news paper

এইচ এম মাহমুদ হাসান

প্রকাশিত: ১৬-৮-২০২৫ বিকাল ৫:৫৬

32Views

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন যে, তারা কমিউনিটি পার্টিসিপেশনের (সাধারণ মানুষের অংশগ্রহণের) মাধ্যমে শহর পরিচ্ছন্নতার কাজকে এগিয়ে নিতে চান। তিনি বলেন, শহরের সকল শ্রেণির মানুষের সচেতনতা ছাড়া শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।

আজ রাজধানীর উত্তরা সেক্টর-১৮ এর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সন্ধ্যামালতী প্লেইং ফিল্ডে অনুষ্ঠিত 'স্পোগোমি (ময়লা কুড়ানোর প্রতিযোগিতা) ওয়ার্ল্ড কাপ ২০২৫' এর বাংলাদেশ কোয়ালিফায়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অননুমোদিতভাবে ফুটপাত দখল করে বাজার বসানোর কারণে শহরের বর্জ্য ব্যবস্থাপনার কাজ কঠিন হয়ে পড়েছে। প্রশাসক বলেন, তারা সারারাত শহরের আবর্জনা পরিষ্কার করেন, কিন্তু নাগরিক অসচেতনতার কারণে দুপুরের আগেই শহর আবার নোংরা হয়ে যায়। তিনি মনে করেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।

এই প্রতিযোগিতায় ৭০টি দলের ২১০ জন প্রতিযোগী অংশ নেন। তারা এক ঘণ্টা ধরে উত্তরা সেক্টর-১৮ এলাকায় ঘুরে ময়লা সংগ্রহ করেন এবং পরবর্তী ২০ মিনিটে ময়লাগুলো আলাদা ক্যাটাগরিতে ভাগ করেন। আবর্জনার ওজনের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হয়। যেমন, সিগারেটের প্যাকেট প্রতি কেজিতে ৩,০০০ পয়েন্ট এবং সিঙ্গেল-ইউজ পলিথিন প্রতি কেজিতে ১০ পয়েন্ট ধরা হয়।

৭০টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছে ‘টিম ইকো ফাইটার্স’। দলের সদস্যরা হলেন মো: ইমরান হোসেন, মো: জুবায়ের শেখ এবং মো: তানভীর। তারা তিনজনই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। বিজয়ী এই তিন সদস্য আগামী অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য ২য় স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।


আরও পড়ুন