শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ৪:২০
গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার গিলারচালা কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করেন গাজীপুর-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শফিকুল ইসলাম। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মসজিদের ইমাম, মুরুব্বি এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। এ সময় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।