সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে সাটুরিয়ায় মানববন্ধন

news paper

হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ

প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ৪:১৬

20Views

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানিকগঞ্জের সাটুরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভি এবং দেশ রূপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. সোহেল রানা খান, যুগ্ম সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি আব্দুহ আল মামুন, দৈনিক এশিয়ান এজএর প্রতিনিধি ও কার্যকরী সদস্য মুহাম্মদ লুৎফর রহমান, চ্যানেল এস এর প্রতিনিধি সিরাজুল ইসলাম শিরু, মাইটিভির প্রতিনিধি মো. কাউসার আহমেদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও কার্যকরী সদস্য মো. হোসেন জয় সহ আরও অনেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য মো. শহীদুল ইসলাম শহিদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুস সালাম শফিক, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলার প্রতিনিধি মাহমুদুল হাসান মনি, প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এস ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো. হদয় মাহমুদ রানা, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাংবাদিক ইঞ্জিনিয়ার মাসুদ রানাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনের মত পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি শুধু একটি হত্যাকান্ড নয়, বরং দেশের সাংবাদিক সমাজের নিরাপত্তা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির দাবী করছি। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ যাবৎকালের সাগর- রুণীসহ সকল সাংবাদিক হত্যা ও হামলার বিচার দাবী করেন।


আরও পড়ুন