সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাবের মানববন্ধন

news paper

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৫৬

86Views

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় লাকসাম পৌর শহরের হাউজিং মসজিদের সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।

লাকসাম প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, সহ-সভাপতি ও কালবেলা প্রতিনিধি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এম.এ মান্নান, অর্থ সম্পাদক ও বাংলা কাগজ প্রতিনিধি শহিদুল ইসলাম শাহিন সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ আইন প্রণয়ন করতে হবে।


আরও পড়ুন