দুমকীতে ৬৫০ পিচ ইয়াবা সহ যুবক আটক

news paper

ওবায়দুর রহমান, দুমকি

প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:৪৯

74Views

দুমকীতে ৬৫০পিচ ইয়াবা সহ মো: জিয়াউর রহমান জিয়া (২৪)নামে এক যুবকে আটক করা হয়েছে।
শুক্রবার  রাত সাড়ে ১১টার  দুমকীর  পায়রা সেতু  টোল প্লাজায় চেকপোস্টে অভিযান চালিয়ে  মোঃ জিয়াউর রহমান জিয়াকে ৬৫০ পিচ ইয়াবাসহ আটক করে দুমকী থানা পুলিশ। জিয়াউর রহমান সুগন্ধা লাইট হাউস, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভার খুকু হাওলাদার মনিরের পুত্র। বর্তমানে পিয়ারপুর মৌকরন, থানা পটুয়াখালী সদর, জেলা পটুয়াখালীতে বসবাস করছেন।
দুমকী থানার অফিসার ইন চার্জ (ওসি) জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আরও পড়ুন