নড়াইলে ইউনিয়ন পর্যায়ে গণ অধিকার পরিষদের কমিটি গঠন

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮-৮-২০২৫ রাত ৮:৩১

122Views

নড়াইল জেলার কালিয়া, নড়াগাতি, লোহাগড়া এবং সদর উপজেলাসহ প্রত্যেকটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে গণ অধিকার পরিষদের কমিটি গঠন কার্যক্রম চলছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে আজ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে শ্রমিক অধিকার পরিষদের কমিটি ঘোষণা করা হয়। দিঘলিয়া বাজারে গণ অধিকার পরিষদের অফিসে আজ বিকেল পাঁচটায় এই কমিটি ঘোষিত হয়।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মনিরুল মোল্লা এবং বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।


আরও পড়ুন