পরমাণু বিজ্ঞানী ড.এম শমশের আলীর মৃত্যুতে সাউথইস্ট ইউনিভার্সিটির শোক
প্রকাশিত: ৫-৮-২০২৫ রাত ১২:৩৪
সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা উপাচার্য, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এম. শমশের আলীর মৃত্যুতে সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের পক্ষে মাননীয় চেয়ারম্যান জনাব রেজাউল করিম, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন।
২০০২ সালে সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন গ্রহন করেছিলেনঅধ্যাপক ড. এম. শমশের আলী। বিজ্ঞান, শিক্ষা এবং মানব জ্ঞানের অগ্রগতিতে নিবেদিত তাঁর জীবন ছিল অসাধারণ সব সাফল্যে ভরপুর। ড. আলী ছিলেন একজন একজন পণ্ডিত ব্যাক্তি, যিনি পারমাণবিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং আন্তর্জাতিক জার্নালে তাঁর প্রচুর গবেষণা প্রকাশিত হয়েছে। তাঁর শিক্ষাজীবন ছিল সাফল্যের স্বর্ণশিখরে; তিনি হরি প্রসন্ন রায় স্বর্ণপদক এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস স্বর্ণপদক লাভ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে, তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা এবং প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। বিজ্ঞান ও সংস্কৃতির সংশ্লেষণ নিয়ে লেখালেখি এবং রেডিও ও টেলিভিশনে অসংখ্য আলোচনার মাধ্যমে তিনি এই আগ্রহের প্রতিফলন ঘটিয়েছেন। বিজ্ঞান ও ধর্মের মধ্যেকার সম্পর্ক অনুধাবন এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে তাঁর কাজ বৈশ্বিক শান্তি ও সম্প্রীতির জন্য তাঁর গভীর উদ্বেগেরই পরিচায়ক।
তাঁর রেখে যাওয়া অসংখ্য ছাত্রছাত্রী, শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে তাঁর অবদান বেঁচে থাকবে, যাদের জীবন শিক্ষাক্ষেত্রে তাঁর দূরদৃষ্টি এবং শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতির দ্বারা প্রভাবিত হয়েছে।