ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ না ছাড়লে বিবস্ত্র করার হুমকি: শাহনাজ বেগমের সাংবাদিক সম্মেলন
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ৪:৩৬
দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ শাহনাজ বেগমকে পদত্যাগে বাধ্য করতে তার বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে। কুরবানি ঈদের পরদিন রাতে শতাধিক লোক তার বাড়িতে প্রবেশ করে চেয়ারম্যান পদ ছাড়তে চাপ দেয় এবং তা না মানলে তাকে বিবস্ত্র করার হুমকি দেয় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
আজ সোমবার (৪ আগস্ট) সকালে নিজের বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শাহনাজ বেগম এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, “ঈদের পরদিন রাত ১২টার দিকে শতাধিক লোক হঠাৎ করেই আমার বাড়িতে প্রবেশ করে। তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং বলে, আমি যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ না ছাড়ি, তাহলে আমাকে জনসম্মুখে বিবস্ত্র করা হবে।”
তিনি আরও বলেন, “আমি পদত্যাগে রাজি না হওয়ায় ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে দুটি হত্যা মামলা দায়ের করানো হয়েছে। একইসঙ্গে, বহিরাগত লোকজন দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধনও সংগঠিত করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে শাহনাজ বেগম প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।
এসময় তার স্বামী মোঃ জাহাঙ্গীর আলম সরকার, ছেলে মোঃ বেলাল সরকার ও মেয়ে জহুরা আক্তার জেমি উপস্থিত ছিলেন।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।