চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মানে শাহ নেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ৪:৩৬
চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড় থেকে বেলেপুকুর পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে শাহ নেয়ামতুল্লাহ কলেজ কর্তৃক বাধাদানে এলাকাবাসী পক্ষথেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৪ই আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ শামসুল হক (পানু)-সাবেক উপদেষ্টা জেলা বিএনপি, মোঃ মিজানুর রহমান-নয়া দিগন্ত জেলা প্রতিনিধি, মোঃ রুমন আলী-সেচ্ছাসেবী দল চাঁপাইনবাবগঞ্জ, মোঃ রবিউল ইসলাম, মোঃ শাহীন আলী, মোঃ হুমায়ন সহ অনান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রাচীন আমলে কলেজের মধ্যে দিয়ে একটি রাস্তা চলমান ছিলো যা পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করে। পরবর্তীতে এলাকাবাসী লিখিত আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ তা হস্তক্ষেপ করেনি।
বক্তারা বলেন, আমাদের বেলেপুকুর জলাশয়ে কয়েক জায়গার পানি এসে জমা হয় এতে বর্ষাকালে এলাকাটি প্লাবিত হয়ে যায়। আমাদের দাবি যদি পূরণ না হয় তবে জলাশয়ের পানি আসা আমরা বন্ধ করে দিবো।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।