জামগড়া আর্মি ক্যাম্প পরিচালিত অভিযানে কিশোর গ্যাং সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ৩:১৫
আশুলিয়া, জামগড়া, রূপায়ণ, ভাদাইল এলাকায় একটি আর্মি ক্যাম্পের অভিযানে ছাত্র হত্যা মামলার আসামি, একাধিক অস্ত্র মামলার আসামি, চাঁদাবাজি, মাদক, চুরি ও ছিনতাই এ জড়িত কিশোর গ্যাং সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে ।
রাতভর পরিচালিত এই অভিযানে গ্রেফতার হয় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণকারী মোঃ আলামিন মন্ডল, ৩/৪টি অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু, কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মোঃ স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন ও নুরুল হক । এই চক্রটি দীর্ঘদিন ধরে আশুলিয়া, জামগড়া ,ভাদাইল সহ পার্শ্ববর্তী এলাকায় মাদক, অবৈধ অস্ত্র সরবরাহ, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ইত্যাদির মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের আতঙ্কে পরিণত হয়েছিল । তাদের কর্মকাণ্ডে এলাকা জুড়ে কিশোর গ্যাং সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠেছিল ।
এই অভিযানে আনুমানিক ২০ টির অধিক ধারালো দেশিও অস্ত্র, পাঁচটি মোবাইল সহ ১০ টি মোবাইল সিম, চোরাইকৃত দুইটি মোটরসাইকেল, বিভিন্ন মাদকদ্রব্য এবং ইলেকট্রিক শকার জব্দ করা হয় । জব্দকৃত অস্ত্র এবং অপরাধীদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় ।