নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

news paper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ১:৪৭

107Views

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। জেলার পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মেলা স্থানীয় প্রশাসন, বন বিভাগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উদ্বোধনের আগে শহরের এটিম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে এসে শেষ হয়। এতে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান এবং নওগাঁ নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের মেলার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। পরে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো ঘুরে দেখেন এবং নার্সারির মালিক ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন।
এবারের মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সারিগুলো অংশ নিয়েছে। মেলায় ফলজ, বনজ, ঔষধি, ভেষজ ও বাহারি ফুলের গাছের চারা নিয়ে ৪০টিরও বেশি স্টল বসেছে। এতে কৃষক, পরিবেশপ্রেমী এবং আগ্রহী নাগরিকদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ।
আগামী সাতদিনব্যাপী চলমান এই বৃক্ষমেলায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
নওগাঁ জেলা প্রশাসন ও বন বিভাগ আশা করছে, এই বৃক্ষ মেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনগণের মাঝে সচেতনতা বাড়বে এবং গাছ লাগানোর প্রবণতা উৎসাহিত হবে।


আরও পড়ুন