উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ৪:১৬
কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে, উলিপুর সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোবাশ্বের রাশেদীন, অধ্যক্ষ আবু তাহের, প্রভাষক সাখাওয়াত হোসাইন, বিএনপি নেতা মতলেবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)উপজেলা শাখার সদস্য নেছার উদ্দিন, শিক্ষার্থী আবরার হামীম রাহিন, উৎসব সরকার প্রমুখ।
উল্লেখ্য, ২০২৫ সালে উলিপুর উপজেলার ২৯টি উচ্চ বিদ্যালয় ও ১৩টি মাদরাসা থেকে ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।